জিহ্বা আল্লাহ পাকের এক বিরাট নেয়ামত। জিহ্বা আকারে একটি ক্ষুদ্র মাংশপিন্ড হইলেও ইহা আল্লাহ পাকের এক বিরাট নেয়ামত এবং তাহার সূক্ষ্ণ কারিগরিসমূহের অন্যতম নিদর্শন। মোমেনের ঈমানরুপ শ্রেষ্ঠ নেয়ামত এই জিহ্বার মাধ্যমেই প্রকাশ পায় এবং মানুষের চূড়ান্ত বিনাশ ও বরবাদী তথা কুফরীর মত সর্বনাশা পরিণতিও এই জিহ্বার মাধ্যম্বে প্রকাশ পায়। অর্থাৎ ঈমান-এবাদত, আনুগত্য ও এতায়াতের ক্ষেত্রে এই জিহ্বার ভূমিকা যেমন ব্যাপক, তদ্রূপ অনাচার-অনাসৃষ্টি ও পাপাচারের ক্ষেত্রেও এই জিহ্বার ভূমিকা সর্বাধিক।তাই জিহ্বার অনিষ্টতা থেকে কিভাবে নিজেকে হেফাজত করা যায় যুগশ্রেষ্ঠ ঈমাম ও দার্শনীক “গাযযালী র:” রচিত জবানের ক্ষতি নামক এ কিতাবটিতে দিক নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি বইটি পড়লে একজন মুসলমানের জীবন পরিবর্তন হয়ে যাবে। এবং তার ঈমান ও আমল সুন্দর হয়ে যাবে।